‘ভয়ংকর’ আফ্রিদির বর্ণনা দিলেন তারই বন্ধু তানভীর রাহী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১:৫৬ পিএম, ২৬শে আগস্ট ২০২৫

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারের পর তার ঘনিষ্ঠ বন্ধু তানভীর রাহী আফ্রিদির চরিত্র নিয়ে মুখ খুলেছেন। রাহী বলেন, ক্যামেরার সামনে আফ্রিদি যেমন আচরণ করেন, বাস্তবে তিনি সম্পূর্ণ ভিন্ন এবং ভয়ংকর। ইউটিউব ইন্ডাস্ট্রিতে তার প্রতি সবাই ভয় পেত।
আরও পড়ুন: পরীমণির নামে ভারতে তৈরি হচ্ছে সিনেমা
রাহী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আফ্রিদি রাগের মুহূর্তে সহকর্মীদেরও মারধর করতেন। তিনি বলেন, “রাগ উঠলে সে বেল্ট খুলে আমাদের কুত্তার মতো পেটাতো।” এছাড়া, আফ্রিদি ক্ষমতা প্রদর্শনের জন্য রাহীকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়েছিলেন।
রাহী আফ্রিদির চরিত্রকে শুধুমাত্র প্রতিশোধমুখী হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “তার মনুষ্যত্ব নেই, শুধু প্রতিশোধের চিন্তা।”
আরও পড়ুন: কাবিলা যে আমাকে মিস করে, এটা ভালো লাগছে: পারসা ইভানা
তৌহিদ আফ্রিদি যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলার ১১ নম্বর আসামি। ২৪ আগস্ট বরিশাল মহানগরের বাংলাবাজার থেকে সিআইডি তাকে গ্রেপ্তার করে এবং ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়। মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরএক্স/