জিমের ছাদ ধসে প্রাণ গেল ১১ জনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:৩২ পূর্বাহ্ন, ২৪শে জুলাই ২০২৩
চীনে জিমের ছাদ ধসে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। ভুক্তভোগীদের অনেকেই কিশোর। যদিও চীনের কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখনও এই তথ্য নিশ্চিত করেনি।
স্থানীয় সময় রবিবার (২৩ জুলাই) বেলা ৩টার দিকে চীনে হেইলংজিয়াং প্রদেশের কিকিহার এলাকায় ছাদ ধসের ঘটনা ঘটে।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ১৫ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে চারজন জীবিত আছেন।
আরও পড়ুন: ‘একতরফা’ নির্বাচনে জয়ের আশা ক্ষমতাসীন দলের
সিসিটিভির প্রতিবেদনে প্রচারিত ফুটেজে দেখা যায়, জিমের পুরো ছাদ ধসে পড়েছে এবং উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে কাজ করছেন।
আরও পড়ুন: অবৈধভাবে গর্ভপাত, মা-মেয়ের কারাদণ্ড
সিনহুয়ার প্রতিবেদনে জানায়, ছাদ ধসের ঘটনায় প্রাথমিক তদন্তে জানা গেছে, নির্মাণকর্মীরা ছাদে পার্লাইট রেখেছিলেন, ভারী বৃষ্টির কারণে এটি প্রসারিত হয়, যা ছাদ ধসে পড়ায় ভূমিকা রাখে।
খবরে বলা হয়, এ ঘটনায় নির্মাণ প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা ব্যক্তিদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সূত্র: বিবিসি
জেবি/এসবি