নদীতে গোসল করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৪২ পূর্বাহ্ন, ২৪শে জুলাই ২০২৩


নদীতে গোসল করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু
ফাইল ছবি

নদীতে গোসল করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে আসামরাজ‍্যের কাছাড়জেলার উধারবন্দ এলাকায়। 


জানা যায়, শনিবার (২২ জুলাই) দুপুরের দিকে বন্ধুদের সঙ্গে বাড়ির অদূরে মধুরা নদীতে গোসল করতে যায় স্থানীয় হাসপাতাল রোডের বাসিন্দা অনন্ত দেবনাথের দুই ছেলে শুভজিৎ দেবনাথ (১১) এবং  অজিত দেবনাথ (৯)। 


এদিন খোঁজাখুঁজি করে কোন সন্ধান পাওয়া যায়নি। রবিবার ( ২৩ জুলাই ) উধারবন্দের মধুরা নদীর ভিন্ন ভিন্ন স্থান থেকে তাদের নিথর মৃতদেহ উদ্ধার করে উদ্ধার কর্মীরা। 


রবিবার (২৩ জুলাই) সকালে এসডিআরএফকে নিয়ে পুণরায় তল্লাশি অভিযানে নেমে প্রথমে গোসাইপুর দ্বিতীয় খন্ড এলাকায় নদীতে ভেসে উঠে শুভজিতের মৃতদেহ। 


স্থানীয়দের নজরে পড়লে তারা মৃতদেহ তুলে আনেন। এরপর উধারবন্দ বাজারঘাট এলাকা থেকে অজিতের মৃতদেহ উদ্ধার করে এসডিআরএফ। 


আরএক্স/