ফিলিপাইনে শক্তিশালী টাইফুনের আঘাত


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:২৩ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৩


ফিলিপাইনে শক্তিশালী টাইফুনের আঘাত
ছবি: সংগৃহীত

শক্তিশালী টাইফুন ডোকসুরির আঘাতে বিপর্যস্ত হয়েছে ফিলিপাইন।  আঘাত হানার সময় সামুদ্রিক ঝড়টি বাতাসের গতিবেগ ছিল ২২০ কিলোমিটার (১৪০ মাইল)।


দেশটির কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (২৫ জুলাই) দিনগত মধ্যরাত ৩টা ১০ মিনিটে ফিলিপাইনের উত্তরে ফুগা দ্বীপে কিছুটা দুর্বল হয়ে আঘাত হানে সুপার টাইফুনে রূপ নেওয়া ডোকসুরি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


আরও পড়ুন: পুলিশ দেখে ঘুষের টাকা গিলে ফেললেন সরকারি কর্মকর্তা


এদিকে, টাইফুনের প্রভাবে ফিলিপাইনের বৃহত্তম এবং সর্বাধিক জনবহুল দ্বীপ লুজোনের কিছু এলাকায় ভারি বৃষ্টিপাতের কারণে জনজীবন হুমকির মধ্যে পড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরইমধ্যে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।


আরও পড়ুন: আবারও ভূমিকম্পে কাঁপল তুরস্ক


কিছু কিছু অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। ভেঙে পড়েছে গাছপালা। এতে পাহাড়ি এলাকায় বন্যা ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। এছাড়া প্রায় ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কাও করছে কর্তৃপক্ষ। কাগায়ান প্রদেশের গভর্নর, স্কুল ও অফিস বন্ধ করে দিয়েছে। সূত্র : সিএনএন


জেবি/এসবি