জবিতে চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মচারীদের মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৩
চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অস্থায়ী কর্মচারীরা।
বুধবার (২৬ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রায় ১০০ অস্থায়ী কর্মচারীর অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অস্থায়ী কর্মচারীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের চাকরি স্থায়ীকরণে বারবার আশ্বাস দিলেও কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছে না। বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে স্বল্প বেতন নিয়ে জীবন চালাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। এ সময় তারা দ্রুত চাকরি স্থায়ীকরণ করার দাবি জানান। অন্যথায় আমরণ অনশনের মতো কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন।
আরও পড়ুন: বাণী ভবনের মন্দিরে পূজার অনুমতি চায় জবি শিক্ষার্থীরা
মানববন্ধনে মিলন হাওলাদার (ড্রাইভার) বলেন, অনেকদিন ধরে চাকরি করছি, এখনো স্থায়ী হয়নি। প্রশাসন বারবার আশ্বাস দিচ্ছে ইউজিসির সাথে সাক্ষাৎ করে আমাদের সমস্যার সমাধান করবে। কিন্তু এতদিনেও কিছু হয়নি। অনেকে ৮ থেকে ১০ বছর চাকরি করছে কিন্তু এখনো স্থায়ী হতে পারেনি। আমরা খুব কম বেতন পাই। ভাতা নেই বললেই চলে। এখন দ্রব্যমূল্যের যে অবস্থা তাতে স্ত্রী-সন্তান নিয়ে চলা কঠিন।
আরও পড়ুন: জবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বনানী থানায় মামলা
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘আমার কাছে এখনও কোনো স্মারকলিপি আসেনি। এ ব্যাপারে এখনই কিছু বলতে পারছিনা।’
জেবি/এসবি