শপথ নিয়েছেন সংসদ সদস্য এ-আরাফাত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:০৩ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৩


শপথ নিয়েছেন সংসদ সদস্য এ-আরাফাত
ছবি: সংসদ মিডিয়া উইং

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত শপথ নিয়েছেন। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।


বুধবার (২৬ জুলাই) জাতীয় সংসদের শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন। 


আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে স্ত্রীসহ সাক্ষাৎ করেছেন এ আরাফাত


এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন। 


শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


জেবি/ আরএইচ/