মুগদা হাসপাতালে রোগী ভর্তি আর সম্ভব নয়: স্বাস্থ্য অধিদফতর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:১৩ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৩


মুগদা হাসপাতালে রোগী ভর্তি আর সম্ভব নয়: স্বাস্থ্য অধিদফতর
ফাইল ছবি

দেশজুড়ে দিন দিন বেড়েই চলছে ডেঙ্গুর প্রকোপ! হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। এতে অবস্থায় চিকিৎসকদের যেমন হিমশিম খেতে হচ্ছে, তেমনি রোগীরাও পড়ছেন নানা ভোগান্তি আর বিড়ম্বনায়। বর্তমানে সবচেয়ে বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। এমন অবস্থায় নতুন করে সেখানে আর কোনও ডেঙ্গু রোগী ভর্তি করা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতর।


বুধবার (২৬ জুলাই) ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল এক ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) আহমেদুল কবীর এ তথ্য জানান।


তিনি বলেন, “মুগদা হাসপাতালে আর ডেঙ্গু রোগী নেওয়া সম্ভব নয়। বর্তমানে মুগদায় এক বেডে ২ জন রোগী রয়েছে। নতুন করে আর বেড দেওয়া সম্ভব না।”


আরও পড়ুন: বাড়ছে ডেঙ্গু রোগ, রক্তে প্লাটিলেট বাড়াতে যা খাবেন


অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর বলেন, “সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন হাসপাতালে আমরা বেড বৃদ্ধি করছি। তবে, মুগদায় নতুন করে আর বেড দেওয়া সম্ভব না।”


আরও পড়ুন: ডেঙ্গু কেড়ে নিল ভিকারুননিসার আরও ছাত্রীর প্রাণ


তিনি বলেন, “ঢাকার বাহিরে ডেঙ্গু ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় রোগীদের ঢাকামুখী প্রবণতা বাড়ছে। সবাই যদি ঢাকায় এসে পড়ে তবে এখানে একটা ক্রাইসিস তৈরি হবে।”


জেবি/এসবি