নাইজারে সামরিক অভ্যুত্থানের ঘোষণা, প্রেসিডেন্ট গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:৪৫ পূর্বাহ্ন, ২৭শে জুলাই ২০২৩
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে জাতীয় টিভিতে অভ্যুত্থানের ঘোষণা দিয়েছে একদল সেনা। সৈন্যরা বলেছে, তারা সংবিধান ভেঙে দিয়েছে, সব প্রতিষ্ঠান স্থগিত করেছে এবং দেশের সীমান্ত বন্ধ করে দিয়েছে।
নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে বুধবার (২৭ জুলাই) সকাল থেকে প্রেসিডেন্ট গার্ডের সৈন্যরা আটকে রেখেছে। খবর বিবিসির।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের ফোনকলে বাজুমকে ওয়াশিংটনের অটল সমর্থনের প্রতিশ্রুতি দেয়া হয়েছে।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও বলেছেন যে তিনি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন এবং জাতিসংঘের পূর্ণ সমর্থনের প্রস্তাব দিয়েছেন।
বুধবার টিভি ঘোষণায় কর্নেল মেজর আমাদু আবদ্রামানে বলেন, আমরা প্রতিরক্ষা এবং নিরাপত্তা বাহিনী আপনার শাসনের অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছি।
‘এটি নিরাপত্তা পরিস্থিতির ক্রমাগত অবনতি এবং দুর্বল অর্থনৈতিক ও সামাজিক শাসনের ফল।’
এসময় তার আরও নয়জন ইউনিফর্মধারী সৈন্য তার পেছনে দাঁড়িয়েছিল।
আরও পড়ুন: নাইজারে সন্ত্রাসীদের হামলায় ১৮ জন নিহত
কর্নেল মেজর আমাদু আরও বলেন, ‘দেশের সব প্রতিষ্ঠান স্থগিত করা হয়েছে এবং মন্ত্রণালয়ের প্রধানরা প্রতিদিনের ব্যবসার যত্ন নেবেন।
‘সব বহিরাগত অংশীদারদের হস্তক্ষেপ না করার জন্য বলা হচ্ছে’ তিনি বলেন।
পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত স্থল ও আকাশ সীমান্ত বন্ধ রাখা হয়েছে বলেও ঘোষণা দেন তিনি।
‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাতে স্থানীয় সময় ১০টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ কার্যকর হবে’ যোগ করেন তিনি।
কর্নেল মেজর আবদ্রামানে বলেন, সৈন্যরা ন্যাশনাল কাউন্সিল ফর দ্য সেফগার্ড অব দ্য হোমল্যান্ডের (সিএনএসপি) হয়ে কাজ করছে।
জেবি/ আরএইচ/