২৯০ এমপির শপথের বৈধতা নিয়ে আপিল শুনানি রবিবার পর্যন্ত মুলতবি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৪৭ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৩
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ২৯০ সংসদ সদস্যদের শপথের বৈধতা নিয়ে করা রিট উচ্চ আদালতে খারিজের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি আগামী রবিবার (৩০ জুলাই) পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (২৭ জুলাই) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি মুলতবি করেন। এর আগে আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন বিএনপিপন্থী আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন উপস্থিত ছিলেন।
পরে আপিল বিভাগ তা খারিজ করে শুনানি শুরুর নির্দেশ দেন। পরে শপথের বৈধতা চ্যালেঞ্জের যুক্তি তুলে ধরেন তিনি।
আরও পড়ুন: কক্সবাজারের জেলা জজকে ক্ষমা করলেন আদালত
২৯০ জনের সংসদ সদস্য হিসেবে শপথ নেয়া ও পদে থাকা নিয়ে ২০১৯ সালের ২০ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী তাহেরুল ইসলাম রিট করেন। দশম সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই একাদশ সংসদে নির্বাচিত ব্যক্তিরা শপথ নিয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন বলে এই রিটে দাবি করা হয়।
আরও পড়ুন: অধ্যাপক তাহের হত্যা: রাতেই কার্যকর হচ্ছে দুই আসামির ফাঁসি
শুনানি নিয়ে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে একই বছর লিভ টু আপিল করেন রিট আবেদনকারী। লিভ টু আপিল গত ১২ জুন আপিল বিভাগের চেম্বার আদালতের কার্যতালিকায় ওঠে। পরে ফুলকোর্টে পাঠিয়ে দেন চেম্বার আদালত।
জেবি/এসবি