অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম অবসরে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৩
সরকারি চাকরি থেকে অবসরে গেলেন অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম। সবশেষ তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।
বুধবার (২৬ জুলাই) জাহাঙ্গীর আলমের অবসরের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আরও পড়ুন: অবসরে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব সানজিদা সোবহান
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলমকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৩(১) (ক) অনুযায়ী ৮ জুলাই সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি পাবেন।
জাহাঙ্গীর আলম ২০১৯ সালে যুগ্মসচিব থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হন।
জেবি/ আরএইচ/