পাল্টাপাল্টি সমাবেশ: রাজধানীতে তুলনামূলক কম গণপরিবহন চলছে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:১৪ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৩
সপ্তাহের শেষ কর্মদিবসে রাজধানীর রাস্তায় যানবাহনের চাপ থাকে বেশি। কিন্তু আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল থেকেই রাস্তায় যানবাহনের চাপ তুলনামূলক কম।
দুপুরের দিকেও রাজধানীতে ঘুরে দেখা গেছে, বিশেষ করে সদরঘাট, যাত্রাবাড়ী, মতিঝিলমুখী বাসের চলাচলও কম। এমন পরিস্থিতিতে সড়কে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। বাস না পেয়ে অনেককে হেঁটেই গন্তব্যে রওনা দেন।
আজ রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক কর্মসূচি পালন করার কথা ছিল। তবে নানা নাটকীয়তার পর গতকাল বিএনপি তাদের মহাসমাবেশ এক দিন পিছিয়ে শুক্রবার পালন করার ঘোষণা দেয়।
তবে বিরোধী দলের সমাবেশ পেছানোর খবরের পরপর শোনা যায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগও তাদের শান্তি সমাবেশ পিছিয়েছে। অর্থাৎ আগামীকাল বিএনপির মহাসমাবেশের দিনই সমাবেশ করবে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।
যাত্রী, বাসমালিক ও শ্রমিকরা বলছেন, রাজনৈতিক বড় দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচিতে সহিংসতার আশঙ্কায় সড়কে বাস কম চলছে।
আরও পড়ুন: রাজধানীতে গণপরিবহন চলাচল শুরু
যাত্রীবাড়ি থেকে মিরপুর রুটে চলা ট্রান্স সিলভা পরিবহনের চেয়ারম্যান রেজাউল করিম খোকন জানান, আজ তার পরিবহনের ৪৩টি বাসের মধ্যে ২২টি চলছে।
তিনি বলেন, ‘দুই দলের কর্মসূচির দেখে গতকাল রাতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে গাড়ি চালাব না। কারণ আমাদেরকে এ কর্মসূচির এলাকার মধ্য দিয়ে যেতে হবে। আর কর্মসূচি হলে যানজট হয় এবং রাজনৈতিক কর্মীরা জোর করে বাস নিয়ে যায় তাদের গন্তব্যে। কিন্তু গভীর রাতে জানতে পারি কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। মেসেজ পেতে দেরি করায় আসলে ড্রাইভার স্টাফদের জানানো যায়নি। তারা কম গাড়ি বের হয়েছে।
জেবি/ আরএইচ/