বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:৪৬ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৩
‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩’ উপলক্ষে নিজের সরকারি বাসভবন বঙ্গভবনে পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে বঙ্গভবনের পদ্মপুকুরে (যেটাকে আগে সিংহ পুকুর বলা হতো) মাছের পোনাগুলো অবমুক্ত করা হয়।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পুকুরে রুই, কাতলা, মৃগেল, কালিবাউস, মহাশোল, সুবর্ণ রুই, পাবদা, চিংড়ি ও গুলসার বিভিন্ন প্রজাতির ৪৩২ কেজি ওজনের কেজি পোনা অবমুক্ত করেন। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জনসংখ্যা সভ্যতা ও অগ্রগতির ধারক-বাহক: রাষ্ট্রপতি
পরে মাছের পোনা অবমুক্তকরণ উপলক্ষে বিশেষ মোনাজাত করা হয়। এসময় রাষ্ট্রপতির সচিবরা এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন।
জেবি/এসবি