স্বামীকে খুনের অভিযোগে স্ত্রীকে গ্রেফতার!


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০২:১৮ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৩


স্বামীকে খুনের অভিযোগে স্ত্রীকে গ্রেফতার!
প্রতীকী ছবি

স্বামীকে কুঠার দিয়ে খুন করে মৃতদেহ পাঁচ টুকরো করলেন স্ত্রী। তারপর সেই দেহাংশগুলি ফেললেন খালের জলে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ভারতের উত্তরপ্রদেশের পিলিভিট এলাকায়। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয়েছে। 


শুক্রবার (২৮ জুলাই ) এই ঘটনার কথা প্রকাশ‍্যে এসেছে। পুলিশ সূত্রে প্রকাশ, নিহত রাম পাল (৫৫) শিবনগর এলাকার বাসিন্দা। তিনি কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন। পরে নিখোঁজ ডায়েরি দায়ের করেন তাঁর পুত্র সোন পাল। 


অভিযুক্ত দুলারো দেবী কয়েকদিন ধরে রাম পালের বন্ধুর সঙ্গে  থাকছিলেন। তারপর নিজের গ্রামে ফিরে এসে পুত্রকে জানান যে, রাম নিখোঁজ। 


এরপরেই থানায় ডায়েরি করেন পুত্র। তদন্তে নেমে রামের স্ত্রীর আচরণ সন্দেহজনক হয় পুলিশের। সেই মতো তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালান তদন্তকারীরা। 


শেষে জিজ্ঞাসাবাদে ভেঙ্গে পড়েন রামের স্ত্রী। খুন করার কথা স্বীকার করে নেন তিনি। 


পুলিশের দাবি, রবিবার (২৩ জুলাই ) রাম পাল যখন ঘুমোচ্ছিলেন, সেই সময় খাটে তাঁকে বেঁধে কুঠার দিয়ে কুপিয়ে খুন করেন তাঁর স্ত্রী। দেহ লোপাটের জন‍্য তা ফেলা হয় খালে। রামের দেহাংশ উদ্ধারের জন‍্য ডুবুরির সাহায্য নেওয়া হয়। এখনও উদ্ধার অভিযান চলছে।


আরএক্স/