নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে শুরু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৪৫ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৩
নানা নাটকীয় শঙ্কা শেষে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে বিএনপির মহাসমাবেশ।
শুক্রবার (২৮ জুলাই) বেলা ২টা ১০ মিনিটে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে কোরআন তেলাওয়াতের মাধ্যমে মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়।
কোরআন তেলাওয়াত করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হক।
আরও পড়ুন: নয়াপল্টনে সমাবেশস্থলে পৌঁছেছেন মির্জা ফখরুল
সমাবেশের শুরুতেই জিয়া পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়
‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’ স্লোগানে মুখরিত নয়াপল্টন এলাকা। বক্তব্য দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা।
জেবি/ আরএইচ/