শনিবার যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:২৫ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৩
গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন ও অপসারণ কাজের জন্য আগামীকাল শনিবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড কোম্পানি।
শুক্রবার (২৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।
আরও পড়ুন: আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ২ ঘণ্টা বাটা সিগনাল থেকে গাউছিয়া ও কাঁটাবন হয়ে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া এ সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
জেবি/ আরএইচ/