পুলিশকে সহযোগিতা করতেই মাঠে নেমেছিলেন আ. লীগ কর্মীরা: স্বরাষ্ট্রমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:২২ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৩


পুলিশকে সহযোগিতা করতেই মাঠে নেমেছিলেন আ. লীগ কর্মীরা: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

পুলিশকে সহযোগিতা করতেই আওয়ামী লীগ কর্মীরা মাঠে নেমেছিলেন বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  


শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজারবাগ পুলিশ হাসপাতালে বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত পুলিশ সদস্যদের পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।


আরও পড়ুন: কোমর থেকে নিচ পর্যন্ত বেধড়ক পিটিয়েছে: গয়েশ্বর


সেখানে উপস্থিত এক গণমাধ্যমকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন, “পুলিশ কমিশনারে পক্ষ থেকে আওয়ামী লীগ বিএনপির দুই দলকেই সমাবেশের অনুমতি দেওয়া হয়নি তাহলে বিএনপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও মাঠে অবস্থান করা আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হল না।”


আরও পড়ু: দিনভর সংঘর্ষ: ৯০ নেতাকর্মী আটক, ২০ পুলিশ আহত


তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আওয়ামী লীগের কর্মী যারা ওসব জায়গায় ছিলেন তারা দেখছিলেন বিএনপির লোকজন ভাঙচুর করছে। আগুন জ্বলছিল, তখন আওয়ামী লীগের কর্মী আগুন নেভাতে ও আহত পুলিশকে সহযোগিতা করতে এসেছিলেন।”


জেবি/এসবি