দেশে ফিরেছেন ১ লাখ ৬ হাজার ৫৪২ হাজি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:২১ পূর্বাহ্ন, ৩০শে জুলাই ২০২৩
সৌদি আরবে হজ পালন শেষে গত ২ জুলাই থেকে শুরু হওয়া ফিরতি ২৮৮ ফ্লাইটে দেশে ফিরেছেন ৯ ১ লাখ ৬ হাজার ৫৪২ হাজি। এবার হজ করতে গিয়ে এ পর্যন্ত ১১৮ জন বাংলাদেশি মারা গেছেন।
শনিবার (২৯ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শুক্রবার রাত ১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ২৮৮টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১৪১টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১০৬টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৪১টি।
আরও পড়ুন: হজে গিয়ে ১১৪ বাংলাদেশির মৃত্যু
এদিকে, এবার হজে গিয়ে এখন পর্যন্ত ১১৮ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে পুরুষের সংখ্যা ৯২ ও নারী ২৬ জন। যারা মারা গেছেন তাদের মধ্যে মক্কায় ৯৫, মদিনায় ৯, জেদ্দায় ২, মিনায় ৯, আরাফায় ২, মুজদালিফায় একজন মারা গেছেন। সৌদি আরবের আইন অনুযায়ী, সেখানেই তাদের দাফন করা হয়েছে।
আরও পড়ুন: দেশে ফিরেছেন ৯৮ হাজার ৭৪৬ হাজি
গেল ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট গত ২ জুলাই শুরু হয় এবং শেষ হবে আগামী ২ আগস্ট।
জেবি/এসবি