গয়েশ্বরকে দেখতে গেলেন মির্জা ফখরুল

দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে গয়েশ্বরের নিজ কার্যালয়ে যান বিএনপি মহাসচিব।
বিজ্ঞাপন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আহত গয়েশ্বর চন্দ্র রায়কে দেখতে তার কার্যালয়ে গিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (৩০ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে গয়েশ্বরের নিজ কার্যালয়ে যান বিএনপি মহাসচিব।
বিজ্ঞাপন
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে বিষয়টি জানান। তিনি জানান, এ সময় গয়েশ্বর রায়ের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন দলের মহাসচিব।
বিজ্ঞাপন
এর আগে শনিবার (২৯ জুলাই) ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি পালনকালে ধোলাইখালে বিএনপি-পুলিশের সংর্ঘষে আহত হন গয়েশ্বর চন্দ্র রায়।
বিজ্ঞাপন
জেবি/এসবি








