Logo

রিজওয়ানের সাথে দ্বন্দ্ব, যা বললেন সরফরাজ

profile picture
জনবাণী ডেস্ক
১ আগস্ট, ২০২৩, ২০:৫০
34Shares
রিজওয়ানের সাথে দ্বন্দ্ব, যা বললেন সরফরাজ
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বর্তমান দল অনেক ভালোভাবে সংঘবদ্ধ। প্রত্যেক খেলোয়াড়ের মধ্যেই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

বিজ্ঞাপন

কিছুদিন আগেও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে একসঙ্গে খেলেছেন সরফরাজ ও রিজওয়ান। দ্বিতীয় টেস্টে সরফরাজ মাথায় আঘাত পেয়ে ছিটকে যাওয়ার পর কনকাশন সাব হিসেবে নেমেছিলেন রিজওয়ান। গুঞ্জন রটেছে সরফরাজ আহমেদ ও মোহাম্মদ রিজওয়ানের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব রয়েছে। যদিও এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সরফরাজ।

দুইজনের এই দ্বন্দের বিষয়টা সম্পূর্ণভাবে সোশ্যাল মিডিয়ায় তৈরি বলে মন্তব্য করেছেন সরফরাজ, “পাকিস্তানের বর্তমান দল অনেক ভালোভাবে সংঘবদ্ধ। প্রত্যেক খেলোয়াড়ের মধ্যেই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমাদের মধ্যে কোনো রেষারেষি নেই। আমার এবং রিজওয়ানের মধ্যেও কোনো ঝামেলা নেই।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সোশ্যাল মিডিয়ার কারণে এই ঘৃণার কথা ছড়িয়েছে। তাদের জীবনে কোনো কিছু করার নেই। এ কারণেই তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসে এবং অপ্রয়োজনীয় সব কিছু লিখে।”

বিজ্ঞাপন

দলের বর্তমান অধিনায়জ বাবর আজমকে নিয়েও কথা বলেছেন সফররাজ। এ সময়ের অন্যতম সেরা এই ব্যাটারের সঙ্গে অনেকেই ভারতীয় ব্যাটার বিরাট কোহলির তুলনা করে থাকেন। তবে এখনই বাবরের সাথে কোহলির তুলনার কোনো সুযোগ নেই বলে মনে করেন এই পাকিস্তানি উইকেটরক্ষক।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD