অন্তঃসত্ত্বা স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা !
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৩
অন্তঃসত্ত্বা স্ত্রীকে দা দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে এক শিক্ষক। ঘটনাটি ঘটেছে ভারতের আসামরাজ্যের ধেমাজি জেলার বরদলনি ভকত কৈবর্ত গাঁওয়ে। এনিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
জানা যায়, সোমবার (৩১ জুলাই) বিকেল ৩ টায় রিপুঞ্জিত দাস নামক জনৈক শিক্ষক পারিবারিক কলহের জেরে তার স্ত্রী সুমী দাস (২২) কে দা দিয়ে কোপ বসিয়ে দেন।
এই জঘন্য কান্ডের খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ছুটে এসে ঘটনাস্থল থেকে গুরুতর আহত মহিলাকে ধেমাজি হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থা বেগতিক দেখে চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ডিব্রুগড় আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।
ধেমাজি থেকে ডিব্রুগড় যাওয়ার পথে আহত মহিলা মৃত্যু কোলে ঢলে পড়েন। স্থানীয় সূত্রে প্রকাশ, নিহত সুমী দাস ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ঘাতক স্বামী রিপুঞ্জিত দাস স্ত্রী মৃত্যুর খবর পেয়ে রাতেই আত্মহত্যা করেন।
আরএক্স/