সংবাদ সম্মেলন করে মাদক ব্যবসা ছাড়লেন স্বামী-স্ত্রী


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:১৪ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৩


সংবাদ সম্মেলন করে মাদক ব্যবসা ছাড়লেন স্বামী-স্ত্রী
স্বামী-স্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘদীন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার পর ভুল বুঝতে পেরে, মাদক ব্যবসা করবে না বলে সংবাদ সম্মেলন করেছে মজিবুর রহমান টুটুল। 


বুধবার (২ আগস্ট) দুপুরে চাঁপাই নবাবগঞ্জ জেলা শহরের বিশ্বরোড মোড়ের একটি অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তুলে ধরে এসব কথা বলেন তিনি। সে সদর উপজেলা মহারাজপুর ইউনিয়নের গোয়াটুলি গ্রাম ফুনকির মোড় এলাকার আলফাজ হোসেন ছেলে মজিবুর রহমান টুটুল (৫৫)।


সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে তুলে ধরে বলেন, উক্ত এলাকায় দীর্ঘদীন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার পর, দেরিতে হলেও ভুল বুঝতে পারে। এতদিন দেশ ও জাতির অনেক ক্ষতি করেছেন। তার পরিবারের ছেলে ও মেয়ে দেশ এবং জাতির কথা চিন্তা করে স্বইচ্ছায় চিরদিনের জন্য মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে আসতে চান তিনি। 


এতদিন যা করেছে ভুল করেছেন। আর কোন দিন মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকবেন না। তিনি আরও বলেছেন, মাদক ব্যবসা ছেড়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য এবং মিথ্যা ও ষড়যন্ত্রমূল হয়রানি থেকে বাঁচতে সকলের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।


এসময় উপস্থিত ছিলেন, মজিবুর রহমান টুটুল এর পরিবারের সদস্যবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আরএক্স/