জুলাইয়ে রফতানি আয় এলো সাড়ে ৪ বিলিয়ন মার্কিন ডলার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:১৪ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৩


জুলাইয়ে রফতানি আয় এলো সাড়ে ৪ বিলিয়ন মার্কিন ডলার
ফাইল ছবি

চলতি বছরের জুলাই মাসে রফতানি আয় এলো ৪ দশমিক ৫৮২ বিলিয়ন মার্কিন ডলার। যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৫ দশমিক ২৬ শতাংশ বেশি। এছাড়া কৌশলগত  লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ৫০ শতাংশ বেশি। জুলাই মাসে প্রধান রফতানি পণ্য তৈরি পোশাকেও শুভ সূচনা হয়েছে।


বুধবার (২ আগস্ট) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ প্রতিবেদন প্রকাশ করে।


চলতি ২০২৩-২৪ অর্থবছরের রফতানি আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে ৬২ বিলিয়ন ডলার। জুলাই মাসের লক্ষ্যমাত্রা ছিল ৪ দশমিক  ৪৮১ বিলিয়ন  ডলারের। প্রথস মাস জুলাইয়ে রফতানি আয়ের লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে গেছে।


দেশের প্রধান রফতানি পণ্য তৈরি পোশাক রফতানিতেও বছরের প্রথম বছরে শুভ সূচণা হয়েছে। প্রথম মাসে ৩ দশমিক ৭৭৮ বিলিয়ন ডলার রফতানি লক্ষ্যমাত্রার বিপরীতে রফতানি হয়েছে ৩ দশমিক ৯৫৪ বিলিয়ন ডলারের তৈরি পোশাক। যা লক্ষ্যমাত্রার চেয়েছে ৪ দশমিক ৬৫ শতাংশ বেশি। এবং আগের বছরের একই সময়ের চেয়ে ১৭ দশমিক ৪৩ শতাংশ বেশি। গেল বছরেরেএকই সময়ে ৩ দশমিক ৩৬৭ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছিল।


আরও পড়ুন: দাম বাড়লো এলপিজি সিলিন্ডারের


তৈরি পোশাক রফতানির ক্ষেত্রে সবচেয়ে ভালো করেছে নীট তৈরি পোশাক। জুলাইয়ে নীট তৈরি পোশাক রফতানিতে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ দশমিক ৩০ শতাংশ বেশি রফতানি হয়েছে। তবে ওভেন পোশাক রফতানির ক্ষেত্রে ২ শতাংশ কম রফতানি হয়েছে।


বছরের প্রথম মাসে কৃষিজ পণ্য লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ৪৬ শতাংশ বেশি রফতানি হয়েছে। ৬৭ দশমিক ৫৪ মিলিয়ন ডলারের বিপরীতে ৭২ দশমিক ৫৮ মিলিয়ন ডলার কৃষিজাত পণ্য রফতানি হয়েছে।


আরও পড়ুন: আবারও বাংলাদেশ ব্যাংকের সার্ভার চালু


এক সময়ে প্রধান রফতানি পণ্য সোনালী আঁশ পাট ও পাটজাত পণ্য রফতানিতে লক্ষ্য মাত্রা স্পর্শ করতে পারেনি।  জুলাইয়ে লক্ষ্যমাত্রার চেয়ে কম রফতানি হয়েছে প্রায় ১১ শতাংশ। আগের বছরের একই সময়ের চেয়ে ২ দশমিক ৭৫ শতাংশ বেশি রপ্তানি হয়েছে।


তথ্য বলছে, ৭৩ দশমিক ৭২ মিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে রফতানি হয়েছে ৬৫ দশমিক ৬৭ মিলিয়ন ডলারের পাট ও পাটজাত পণ্য।


জেবি/এসবি