ভারতে মসজিদ জ্বালিয়ে দেওয়ার পর ইমামকে হত্যা
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১১:৪০ পূর্বাহ্ন, ৩রা আগস্ট ২০২৩
ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত ভারতের হরিয়ানার নুহ। উত্তেজনার জেরে এবার গুরুগ্রামের একটি মসজিদে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ উঠেছে।
ধর্মীয় শোভাযাত্রায় হামলার জেরে নুহ উত্তপ্ত হয়ে ওঠে। গোটা এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা, রাস্তায় নামানো হয় আধাসেনা। সেই সঙ্গে নুহ এবং ফরিদাবাদে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা।
মঙ্গলবার (১ আগস্ট ) রাত ১২টা ১০ মিনিটে প্রায় ১০০ জনের একটি দল সেক্টর ৫৭ এ নির্মীয়মান মসজিদে ঢুকে আগুন লাগানো হয়। পরে মৃত অবস্থায় ১ জনকে পাওয়া যায়।
জানা যায়, মো. সাদকে ঘাড়ে, বুকে ও পেটে ছুরিকাঘাত করা হয়। একই সঙ্গে অঞ্জুমান জামা মসজিদের তত্ত্বাবধায়ক মো. খুরশিদ ও এই ঘটনায় আহত হয়েছেন বলে অভিযোগ।
গুরুগ্রাম পুলিশ কমিশনার কালা রামচন্দ্রন সাংবাদিকদের জানিয়েছেন, এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। নুহ হিংসার আগুন অন্যান্য জেলাতে ও ছড়িয়ে পড়ছে।
গুরুগ্রামের সেক্টর ৫৭ এ একটি মসজিদে আগুন লাগিয়ে দিয়েছে উন্মত্ত জনতা। একই সময় হিংসার ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের।
হরিয়ানা পুলিশ সোমবার (৩১ জুলাই ) থেকে নুহ এবং প্রতিবেশী জেলাগুলিতে হিংসার ঘটনায় ৪৪ টি এফআইআর দায়ের করেছে। প্রায় ৭০ জনকে হেফাজতে নিয়েছে।
আরএক্স/