অধিনায়কত্বে সাকিবের বিকল্প নেই: ফাহিম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০১:৫০ অপরাহ্ন, ৫ই আগস্ট ২০২৩

আসন্ন এশিয়া সন্নিকটে এর আগে ওয়ানডে দলের দায়িত্ব ছেড়ে দিয়েছেন তামিম ইকবাল। যে কারণে বৈশ্বিক এই টুর্নামেন্টের আগে নতুন অধিনায়ক কাকে দেওয়া যায় ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সম্প্রতি এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিশিষ্ট ক্রিকেট বিশ্লেষক ও দেশবরেণ্য কোচ নাজমুল আবেদীন ফাহিম।
তিনি জানান, “অধিনায়কত্বটা যদি এমন হয় যে একটা দলের যেকোনো একজনকে দেয়া যাবে, তাহলে যে কাউকে দেয়া যায়। তবে অধিনায়কত্বটা যদি এমন হয় যে, দলকে সে সবচাইতে ভালোভাবে পরিচালনা করবে এবং দলের সবচেয়ে ভালো রেজাল্টটা নিয়ে আসতে পারবে তাহলে সেই ভূমিকায় সাকিব আল হাসান ছাড়া অন্য কেউ আসবে না।”
আরও পড়ুন: ম্যাচ হেরেও জরিমানা গুনল ভারত
কোচ নাজমুল আরও বলেন, “আমার কাছে মনে হয় অধিনায়কের জন্য বেস্ট চয়েজ সাকিব আল হাসান। আমার মতে, এখানে অন্য কারো সঙ্গে তুলনা করার সুযোগ নেই। আমরা যদি ভালো রেজাল্ট পেতে চাই তাহলে আমাদের কাছে বিকল্প অন্যকিছু নাই সাকিবকে অধিনায়কত্ব দেওয়া ছাড়া। সাকিব যদি অধিনায়ক না হয় তাহলে হয়তো আমরা অন্যকিছু ভাবতে পারি। কিন্তু এর বাইরে আমাদের চেষ্টা করা উচিত যাতে ও (সাকিব আল হাসান) যেন অধিনায়কের দায়িত্ব নেয়।”
আরও পড়ুন: বিসিবি সভাপতির বাসায় তামিম ইকবাল, হবে সংবাদ সম্মেলন
“ আমার ধারণা, ক্রিকেটে অধিনায়কের রোল প্লে করা খুব বড়, এবং সাকিব টি-টোয়েন্টিতে দেখিয়েছে ওর যোগ্যতা কতটুকু এবং আমি বিশ্বাস করি যে, এই দলটার (ওয়ানডে দল) ও যদি দায়িত্ব নেয় শুধু ওর অধিনায়কত্বের কারণে দলটার হয়তো বাড়তি কিছু পারফরম্যান্স ওর কাছ থেকে আমরা আশা করতে পারবো,” তিনি যোগ করেন।
জেবি/এসবি