ভূমিকম্পে কাঁপল চীন, ধসে পড়েছে ১২৬টি বাড়ি


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৫০ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৩


ভূমিকম্পে কাঁপল চীন, ধসে পড়েছে ১২৬টি বাড়ি
ছবি: সংগৃহীত

পূর্ব চীনের শানডং প্রদেশের পিংইয়ুয়ান কাউন্টিতে  শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে । 


রবিবার (৬ আগস্ট) ভোরে ৫ দশমিক ৫ মাত্রার এ কম্পন অনুভূত হয়। এ ঘটনায় আহত হন ২১ জন। 


চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টারের তথ্য অনুসাযায়ী, ভূমিকম্পটি স্থানীয় সময় ২টা ৩৩ মিনিটে আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের আঘাতে ১২৬টি বাড়ি ধসে পড়েছে।


আরও পড়ূন: কাশ্মীরে ৩ ভারতীয় সেনা সদস্য মৃত্যু


বেইজিং থেকে ভূমিকম্পের কেন্দ্র ৩০০ কিলোমিটার দূরে।  স্থানীয় মিউনিসিপ্যাল ভূমিকম্প ব্যুরো জানায়, রাজধানীতেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর বেইজিং রেলওয়ে ৬০টিরও বেশি শিডিউল ট্রেনের চলাচল বাতিল করেছে।


জেবি/এসবি