ঝাড়খন্ডে গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ৪


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৩


ঝাড়খন্ডে গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ৪
বরাক নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহি বাস

ঝাড়খন্ডে রাঁচি থেকে গিরিড যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বরাক নদীতে পড়ে যায় যাত্রীবাহি বাস। এ ঘটনায় পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত অন্তত ২৩ জন।  


স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৫ আগস্ট) রাঁচি থেকে গিরিডগামী ওই লাক্সারি বাসটিতে ৩০ জন যাত্রী ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়েই বাসটি বরাক নদীতে পড়ে যায়। তবে কেন বাসটি নিয়ন্ত্রণ হারাল এখনও স্পষ্ট নয়। 


খবর পেয়ে স্থানীয়রাই গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। স্থানীয় বাবাধাম তীর্থক্ষেত্র থেকে ফেরার পথে পূণ‍্যার্থীরাও উদ্ধার কাজে হাত লাগান। দমকল কর্মীরা ও পরে এসে উদ্ধার কাজে যুক্ত হন। গভীর রাত পর্যন্ত উদ্ধার কাজ চলে। 


মৃতরা সকলেই গিরিড এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। এ পর্যন্ত মোট ২৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ‍্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন ঝাড়খন্ডের মুখ‍্যমন্ত্রী হেমন্ত সোরেন। 


মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। আহতদের চিকিৎসায় প্রশাসন সব রকম সহযোগিতা করবে বলে জানিয়েছেন তিনি।


আরএক্স/