হিরো আলমের অভিযোগ নিয়ে মুখ খুললেন রিজভী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:২৬ পিএম, ৭ই আগস্ট ২০২৩


হিরো আলমের অভিযোগ নিয়ে মুখ খুললেন রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী

হিরো আলমের অভিযোগ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “আমি তো তার পক্ষে ও ছাত্রলীগের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে কথা বলেছি। অভিযোগটিই মিথ্যা।”


রবিবার (৭ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


রিজভী বলেন, “২০-২৪ দিন আগে রাজশাহীতে দলীয় একটি কর্মসূচিতে বলেছিলাম, হিরো আলমের মতো একটা নিরীই ছেলেকে আওয়ামী সন্ত্রাসীরা আঘাত করল। কেন? তিনি আওয়ামী লীগের প্রার্থী আরাফাতের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। এখন ওই বক্তব্যকে হঠাৎ ভিন্নভাবে রঙ দেওয়ার জন্য এ অভিযোগ আনা হয়েছে। উদ্দেশ্য কী? উদ্দেশ্য একটাই, আন্দোলন থেকে জনদৃষ্টি ফেরানো। আমি মনে করি, এসব করে কোনো লাভ হবে না।”


আরও পড়ুন: রিজভীর বিরুদ্ধে হিরো আলমের মামলা, ডিবিকে তদন্তের নির্দেশ


তিনি আরও বলেন, “আমরা জানতে পেরেছি, সরকারের এজেন্সিগুলো ডেকে এনে এসব কাজ করাচ্ছে। আমাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে, দেওয়া হচ্ছে। সুতরাং সরকারের নির্দেশনায় আরো মামলা হলে তাতে আমরা ভীত নই।”


আরও পড়ুন: নাম্বার প্লেট বিহিন গাড়ীতে করে আদালত এলাকায় হিরো আলম


উল্লেখ্য, আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির হয়ে হিরো আলম বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছেন। 


জেবি/এসবি