শাস্তি পেল নিকোলাস পুরান


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১১:১৭ পূর্বাহ্ন, ৯ই আগস্ট ২০২৩


শাস্তি পেল নিকোলাস পুরান
ছবি : রয়টার্স

আইসিসির আচরণবিধি ভঙ্গ করার কারণে শাস্তির মুখে পড়লেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার নিকোলাস পুরান। ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-২০তে ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয় তাকে। সেই সাথে একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি।


এক বিবৃতিতে আইসিসি জানায়, আচরণবিধির ২.৭ ধারা ভঙ্গ এবং লেভেল ওয়ান অপরাধ করেছেন পুরান।


আরও পড়ুন: অধিনায়ক নির্বাচনের দায়িত্বে বিসিবি সভাপতি


মাঠের কোনো ঘটনা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করলে এই শাস্তি দেওয়া হয়। দ্বিতীয় টি-২০তে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসের চতুর্থ ওভারে এলবিডাব্লিউর আউট নিয়ে ঘটনাটি ঘটে। সিদ্ধান্ত নেওয়ার জন্য তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হওয়ায় অনফিল্ড আম্পায়ারদের সমালোচনা করেন এই খেলোয়ার। পুরানের মতে, আউট ছিলেন না সতীর্থ কাইল মায়ার্স। পরে রিভিউতে আউট হন মায়ার্স।


আরও পড়ুন: মিরপুরে উন্মোচিত হলো বিশ্বকাপের ট্রফি


ম্যাচ শেষে হলে পুরানের বিপক্ষে অভিযোগ আনেন দুই অনফিল্ড আম্পায়ার লেসলি রেইফার ও নাইজেল ডুগুইড এবং তৃতীয় আম্পায়ার গ্রেগরি ব্র্যাথওয়েট ও চতুর্থ আম্পায়ার প্যাট্রিক গুস্টার্ড। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে অপরাধ স্বীকার করে নিয়েছেন পুরান। ফলে কোনো শুনানির প্রয়োজন পড়েনি।


জেবি/এসবি