ঢাকায় ফিরেছেন হাথুরু
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১০:৫৩ এএম, ১০ই আগস্ট ২০২৩

আসন্ন এশিয়া কাপ। এর মাঝেই তামিম ইকবালের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণায় গেল কয়েকদিন ধরে দেশের ক্রিকেটে ঝড় বয়ে যাচ্ছে। এখনও ওয়ানডে অধিনায়ক ঠিক করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ সময়ে দেশে ছিলেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। পরিবারের সঙ্গে সময় কাটাতে তিনি ছিলেন অস্ট্রেলিয়ায়। ছুটি কাটিয়ে বুধবার (৯ আগস্ট) দুপুরের দিকে দেশে ফিরেছেন তিনি।
আরও পড়ুন: এশিয়া কাপের দল ঘোষণা করল পাকিস্তান
ঢাকায় ফিরে ব্যস্ত সময়ই কাটাতে হবে হাথুরুসিংহে। জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে চলতি মাসের ১ তারিখ থেকে। শুরুতে ফিটনেস ট্রেনিংয়ের পর এখন স্কিলে মনোযোগী হয়েছেন ক্রিকেটাররা। কোচিং স্টাফের বাকি সদস্যরাও ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন।
আরও পড়ুন: শাস্তি পেল নিকোলাস পুরান
আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। এরপর অক্টোবরে হবে ওয়ানডে বিশ্বকাপ। প্রস্তুতি চলছে এই দুই টুর্নামেন্টকে ঘিরেই।
জেবি/এসবি