ভারতের হিমাচলে টানা বৃষ্টিতে নিহত ১৬
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১২:৫৯ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৩
বর্ষার শেষভাগেও চরম দুর্ভোগের শিকার ভারতের হিমাচল প্রদেশ। টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত এই রাজ্য।
রবিবার (১৩ আগস্ট ) রাতে হিমাচলের সোলানে জাডোন গ্রামে প্রচন্ড বৃষ্টিপাতে ৭ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ আগস্ট ) সকালে ৭ জনকে উদ্ধার করা গেছে। সিমলাতে একটি বাসের উপর গাছ উপরে পড়ায় এক কন্ডাক্টর গুরুতর আহত হয়েছেন। এদিকে রবিবার (১৩ আগস্ট) থেকে ভারী বৃষ্টির কারণে ধস নেমেছে একাধিক রাস্তায়।
বতর্মানে হিমাচল জুড়ে ৬২১ টি রাস্তা বন্ধ। অপরদিকে, সিমলায় ধসে গিয়েছে একটি মন্দির। সেখান থেকে ইতিমধ্যেই ৯ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে।
এখনও বেশ কয়েকজন চাপা পড়ে রয়েছেন বলে খবর। তুমুল দুর্যোগের কারণে সোমবার (১৪ আগস্ট) রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী সুখিবিন্দর সিং সুখু।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টিতে আবার ও বেড়েছে একাধিক নদীর জলস্তর। ধসের কারণে ভেঙে পড়েছে বহু সেতু। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চাষের জমিতে ও। এই পরিস্থিতিতে বিয়াস নদীর আশেপাশে যেতে নিষেধ করা হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, ১৭ আগস্ট পর্যন্ত হিমাচলে ভারী বৃষ্টি চলবে।
আরএক্স/