স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৬:১১ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৩
পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে গুলি করে হত্যা। ভয়াবহ ঘটনার পরেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন স্বামী। এরপরেই অভিযুক্ত অজয় ঘোষকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৪ আগস্ট ) ভোরবেলায় ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাগুইআটির নারায়ণপুরে। মৃতগৃহবধূর নাম টুম্পা ঘোষ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকালে টুম্পার বাড়ি থেকে গুলির আওয়াজ শোনা গেছে।
সেই সময়েই দ্রুত তাঁর বাড়ির সামনে জড়ো হন প্রতিবেশীরা। তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখেন তাঁরা। স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, প্রায়শই টুম্পা আর তাঁর স্বামীর মধ্যে বাকবিতণ্ডা হত। চিৎকারের শব্দ শুনতে পেতেন প্রতিবেশীরা।
বিবাদের জেরেই হয়তো টুম্পাকে খুন করেছে তাঁর স্বামী। কিন্তু এর পিছনে আর অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত স্বামীর থেকে আগ্নেয়াস্ত্র ও ২ টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
আরএক্স/