দ্বিতীয় শ্রেনীর ছাত্রকে মারধর করায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা!


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৩


দ্বিতীয় শ্রেনীর ছাত্রকে মারধর করায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা!
শিশু ছাত্র

প্রাথমিক বিদ‍্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রকে বেধড়ক মারধর করেন প্রধান শিক্ষক। এতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সচেতন মহলে। 


অত্যন্ত বেদনাদায়ক এই ঘটনাটি সংগঠিত হয়েছে সোমবার ( ১৪ আগস্ট ) আসামরাজ‍্যের কাছাড়জেলার কাটিগড়ার খেলমা গ্রামের পূর্ব করচূড়া এলপি স্কুলে। এই স্কুলের প্রধান শিক্ষক আসাদ আলি দ্বিতীয় শ্রেনীর এক শিশু ছাত্রকে শাসন করতে গিয়ে এমন বেধড়ক পেটাই করেছেন। 


এতে শিশুটির অবস্থা বর্তমানে সংকটজনক হয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে ইতিমধ্যে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে গুমড়া অনুসন্ধান কেন্দ্রে একটি মামলা দায়ের করেছেন ওই শিশুর পিতা। 


সংবাদ মাধ্যমকে তিনি জানান, কোনও কারন ছাড়াই তার ৭ বছরের ছেলেকে বেধড়ক পিটিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক আসাদ আলি। তিনি এ ব‍্যাপারে রাজ‍্যের শিক্ষামন্ত্রী রনোজ পেগু সহ কাছাড়জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।


আরএক্স/