মাকে পিটিয়ে হত্যা করল ছেলে
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১০:২৯ পূর্বাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩
স্বাধীনতা দিবসের দিনে মর্মান্তিক ঘটনা ঘটল আসামের মাজুলিতে।
মঙ্গলবার (১৫ আগস্ট) মাজুলিতে মাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে তাঁর ছেলে। পাষন্ড ছেলের নাম রাহুল কাকতি। তার হাতে মৃত্যু হওয়া মায়ের নাম সোনাপি কাকতি ( ৫৪)।
মাজুলির গড়মুর থানার অন্তগর্ত জোরবিল কাঠনিয়াটি গ্রামে এ নৃশংস ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাহুল কিছুদিন আগে তার মাকে ছুরিকাঘাত করেছিল এবং জেলে গিয়েছিল।
মাকে লাঠি দিয়ে পেটানোর সময় পাশের দুই ব্যক্তি বাঁচাতে গেলে তাদের মারধর ও করে রাহুল এবং একজনের মোবাইল ফোন ভেঙে ফেলে। তার ঘরের ভেতর থেকে অবৈধ গাঁজার বস্তা উদ্ধার হয়েছে।
গড়মুর পুলিশ তাকে গ্রেফতার করেছে। ঘটনার পর মাজুলির অতিরিক্ত পুলিশ সুপার ও সার্কল অফিসার উপস্থিত হন।
অভিযুক্তকে গড়মুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় জনগন মাতৃ হত্যাকারী রাহুলের উপযুক্ত শাস্তির দাবি জানান।
আরএক্স/