স্ত্রীকে কুপিয়ে হত্যা করলো স্বামী


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১০:৪৯ পূর্বাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩


স্ত্রীকে কুপিয়ে হত্যা করলো স্বামী
বিনয় রাভা

আসামরাজ‍্যরে মহানগরীর রানী গেটে নৃশংস হত‍্যাকান্ড সংগঠিত হওয়ার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। 


মঙ্গলবার (১৫ আগস্ট ) জানা যায়, স্ত্রীকে কুপিয়ে হত‍্যা করেছে মদ‍্যপ স্বামী। নিহত স্ত্রীর নাম বৈজয়ন্তী রাভা। অভিযোগ, মদ খেয়ে মহাসড়কের পাশে স্ত্রীকে ছুরি দিয়ে হত্যা করেছে স্বামী। 


তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে খুনি স্বামী বিনয় রাভাকে জঙ্গল থেকে গ্রেফতার করা হয়েছে। রানী গেটে সবজি বিক্রি করছিলেন দম্পতি। মহিলাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব‍্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 


পুলিশ ঘটনার তদন্ত করছে। এনিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।


আরএক্স/