আবারও মণিপুরে নতুন করে উত্তেজনা, নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:৪৬ পূর্বাহ্ন, ১৯শে আগস্ট ২০২৩
২ সপ্তাহের সাময়িক শান্তির পরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল ভারতের মণিপুর রাজ্য। সাড়ে ৩ মাস ধরে গোষ্ঠী হিংসায় ধবংস যজ্ঞ চলছে।
শুক্রবার (১৮ আগস্ট) সকালে সে রাজ্য উখরুল জেলায় ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। চলে গুলির লড়াই ও। লড়াই থামার পর দেখা যায় কুকি অধ্যুষিত থোয়াই গ্রামের ৩ জন বাসিন্দাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে ওই ৩ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এই ঘটনার পর নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে মণিপুরে। কুকি সংগঠনগুলির দাবি, মেইতেইরা খুন করেছে ওই ৩ জনকে। নতুন করে যাতে অশান্তি ছড়িয়ে না পড়ে, তার জন্য ওই গ্রামে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে।
মৃতদের ৩ জনই যুবক। তাঁদের নাম জামখোগন হাওকিপ, থাঙখোকাই হাওকিপ এবং থ্যালেনসন বাইতে।
উল্লেখ্য , ২ গোষ্ঠীর সংঘর্ষে এখন ও পর্যন্ত প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছে। ঘর ছাড়ার সংখ্যা প্রায় ৬০ হাজার।
আরএক্স/