পরকীয়ায় ধরা পড়ে মধ‍্যযুগীয় বর্বরতা শিকার যুবতী


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:৩৪ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৩


পরকীয়ায় ধরা পড়ে মধ‍্যযুগীয় বর্বরতা শিকার যুবতী
ছবি: সংগৃহীত

পরকীয়া সম্পর্কের জেরে গ্রামবাসীর হাতে এক যুবতী মধ‍্যযুগীয় বর্বরতার শিকার হয়েছে।


শনিবার (১৯ আগস্ট) সকালে ভারতের ত্রিপুরা রাজ‍্যের বিলোনিয়া আইসি নগর মুন্ডা বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।


জানা যায়, এই বিষয়ে মেয়ের ভাবী যখন ভাইকে জানাতো, তখন ভাই বিশ্বাস করত না বোন এরকম কাজ করবে। উল্টো নিজের স্ত্রীকে মারধর করতো বোনের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে বলে। তারপরেই এদিন সকালে হাতেনাতে ধরা পড়ে পরকীয়া প্রেমিকসহ যুবতী। এবং নজরে আসে এলাকার যুবকদেরও। ধরা খাওয়ার পরই  পালিয়ে যাওয়ার চেষ্টা করে নাগর। কিন্তু গ্রামবাসী তাদের আটক করে। বিদ‍্যুতের খুঁটির সঙ্গে নাগরসহ যুবতীকে বেঁধে রাখে। খবর দেওয়া হয় মেয়ের বাড়ি ও প্রেমিকের বাড়ির লোকজনদের।


খবর পেয়ে প্রেমিকের প্রথম স্ত্রী, ২ সন্তান, প্রেমিকের বাবা, ভাই ছুটে আসে। খবর দেওয়া হয় বিলোনিয়া থানা পুলিশকে। তারপর বিষয়টি পুলিশ বিবেচনা করে ২ জনকে থানায় নিয়ে আসতে চাইলে প্রেমিকার পরিবার বাধা দিয়ে গ্রামের সালিশ সভায় মীমাংসা করবে বলে দাবি করে।


জেবি/এসবি