ব্রাজিলে বাস খাদে পড়ে প্রাণ গেল ৭ জনের
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১১:০১ পূর্বাহ্ন, ২১শে আগস্ট ২০২৩
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস গেরাইস রাজ্যে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার (২০ আগস্ট) বেলো হরিজন্তের কাছে এক হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলান হয়, সাও পাওলোর করিন্থিয়ানস ফুটবল ক্লাবের ৪০ জনেরও বেশি ভক্ত ওই বাসে ছিলেন। আগের রাতে বেলো হরিজন্তে থেকে একটি ম্যাচ দেখে ফিরছিলেন।
আরও পড়ুন: ভারতের উত্তরকাশীতে বাস উল্টে ৭ জনের মৃত্যু, ২৭ জন আহত
আহত যাত্রীরা জানান, নিয়ন্ত্রণ হারানোর কিছুক্ষণ আগে বাসচালক চিৎকার করে বলেছিল, বাসের ব্রেক কাজ করছে না।
আরও পড়ুন: উত্তরপ্রদেশে মুসলিম দম্পতিকে পিটিয়ে হত্যা!
মিনাস গেরাইস ফায়ার সার্ভিসের কর্মকর্তা লেফটেন্যান্ট ফার্নান্দো ফ্রয়েস হতাহতের সংখ্যা জানালেও হাসপাতালে ভর্তি হওয়া আহত ব্যক্তিদের বর্তমান অবস্থা কি ছিল তা বলেননি।
এদিকে, ব্রাজিলের ন্যাশনাল এজেন্সি অফ ল্যান্ড ট্রান্সপোর্টেশন (এএনটিটি) এক বিবৃতিতে জানায়, বাসটি অনিবন্ধিত ছিল এবং এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাত্রী পরিবহনের অনুমোদন ছিল না।
জেবি/এসবি