বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করল পাষন্ড ছেলে!

বাড়ির উঠানে আশারামের দেহ পড়ে থাকে এবং প্রচন্ড রক্তক্ষারণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বিজ্ঞাপন
লোমহর্ষক হত্যাকান্ড সংগঠিত হল আসামরাজ্যের গোলা ঘাটে। এক পাষন্ড ছেলে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করল তার জন্মদাতা বাবাকে। এ নৃশংস ঘটনাটি ঘটে রবিবার (২০ আগস্ট ) দুপুর দেড়টায় কমারবন্ধা পুলিশ চৌকির অধীন নামচনিয়া রঙ্গাগড়ায়।
যখন আশারাম কর্মকার (৫০) তার স্ত্রী ফুল কর্মকার (৪৭) এবং ছেলে নভজিৎ কর্মকার (১৯) এর সঙ্গে মদ্যপান করছিলেন, তখন একটি মোবাইল ফোনের বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়া এমন চরমে পৌঁছে যে বাবা- ছেলে তাদের একমাত্র বাঁশের ঘর ধ্বংস করে দেয়। এরপর ছেলে লাঠি দিয়ে বাবার মাথায় বারবার আঘাত করে। বাড়ির উঠানে আশারামের দেহ পড়ে থাকে এবং প্রচন্ড রক্তক্ষারণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কমারবন্ধার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পাষান্ড ছেলে নভজিতকে গ্রেফতার করে।
আরও পড়ুন: ব্রাজিলে বাস খাদে পড়ে প্রাণ গেল ৭ জনের
বিজ্ঞাপন
নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোলাগাট কুশল কোঁয়র সিভিল হাসপাতালে প্রেরন করে। পুলিশ ঘটনার তদন্ত করছে।
বিজ্ঞাপন
জেবি/এসবি








