শিক্ষকদের আশ্বাস, ৭ কলেজের শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০১:৫৩ পিএম, ২৩শে আগস্ট ২০২৩


শিক্ষকদের আশ্বাস, ৭ কলেজের শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
ফাইল ছবি

শিক্ষকদের আশ্বাসে প্রাথমিকভাবে বুধবারের কর্মসূচি স্থগিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত কলেজের স্নাতক পড়ুয়া বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা


বুধবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায়  তারা বুধবারের আন্দোলন কর্মসূচি স্থগিত করার কথা জানান।


এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে কথা বলেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী মকলেছুর রহমান রবিন।


আরও পড়ুন: এক দফা দাবিতে ফের ৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ


মকলেছুর বলেন, “আপনারা জানেন ১৬ আগস্ট থেকে আমাদের আন্দোলন কর্মসূচি চলছে। প্রাথমিকভাবে শিক্ষক কর্তৃপক্ষের কাছ থেকে আমরা আশ্বাস পেয়েছি। বিষয়টি তারা দেখছেন বলে জানিয়েছেন। এ বিষয়ে তারা দীর্ঘ মিটিংও করেছেন। সর্বশেষ তারা আমাদের প্রাথমিকভাবে কোনো আন্দোলন কর্মসূচি না করার আহ্বান জানিয়েছেন। আমরা আমাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল। তাই তাদের কথা অনুযায়ী আমরা সাত কলেজের শিক্ষার্থীরা আজকের কর্মসূচি স্থগিত করছি।”


আরও পড়ুন: এক দফা দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের

  

তবে দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামার কথা জানান তিনি। এসময় ৭ কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সিজিপিএ শর্ত শিথিল করে পরের বর্ষে প্রমোশনের সুযোগ চেয়ে আন্দোলন করছেন এই শিক্ষার্থীরা।


জেবি/এসবি