শিলচরে ৭ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ৪
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০১:৪৮ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩
আসামের কাছাড়জেলার শিলচর এলাকার অন্তগর্ত ঘুংগুর বাইপাস থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য হেরোইনসহ মাদক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ আগস্ট) ভোর ৪টায় শিলচর ঘুংগুর বাইপাসে একটি চার চাকার যানবাহনে অভিযান চালিয়ে বিপুল হেরোইন বাজেয়াপ্ত করে কাছাড়জেলা পুলিশ।
সেই সঙ্গে ৪ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। কাছাড়জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো সাংবাদিক সম্মেলনে জানান, তাদের কাছ থেকে ১০৪ টি সাবান কেস থেকে ১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য আনুমানিক ৭ কোটি টাকা।
গ্রেফতারকৃত ৪ জন যথাক্রমে মামাং হোকিপ, হেনবোই হোকিপ, হাওবেন হোকিপ ও গোগোও পাইতে। পুলিশ গ্রেফতারকৃত ৪ জনকে জোরকদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।
আরএক্স/