বৃষ্টি ও ভূমিধসে হিমাচল, একদিনেই ১২ জনের মৃত্যু


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩


বৃষ্টি ও ভূমিধসে হিমাচল, একদিনেই ১২ জনের মৃত্যু
ছবি: জনবাণী

ভারী বৃষ্টিতে ও ভয়াবহ ভূমিধসের ভারতের হিমাচল প্রদেশে ১২ জনের প্রাণহানি হয়েছে। 


জানা গেছে, বুধবার (২৩ আগস্ট ) কুলুতে ভূমিধসের কারণে পরপর ৭ টি বহুতল বাড়ি ভেঙে পড়েছে। প্রবল বর্ষণের মাঝেই বাড়িগুলোতে ফাটল দেখা গিয়েছিল। এর কারণে ৩দিন আগেই বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। একটানা বৃষ্টি, ধসে বুধবার হিমাচলে ১২ জনের মৃত্যু হয়েছে। 


চলিত মাসেই এখন পর্যন্ত ১২০ জন প্রাণ হারিয়েছেন হিমাচলে। এই পরিস্থিতিতে আবার ও লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন।


আরও পড়ুন: ব্রিকসের নতুন ছয় সদস্যের নাম ঘোষণা


আগামী ২৪ ঘন্টা ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে হিমাচলে ৬ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আবার ও হড়পা বানের আশঙ্কা রয়েছে।


আরও পড়ুন: আসামের ধেমাজির ৩০টির বেশি গ্রাম বন‍্যায় প্লাবিত


বুধবার থেকে আগামী ২ দিন সিমলা, সালান, মান্ডি জেলার সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। কুলু থেকে মান্ডি যাওয়ার রাস্তায় ধস নামার ফলে সেই রাস্তায় আটক বহু গাড়ি। যদিও রাস্তা পরিস্কার করে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে।


জেবি/এসবি