কোচবিহার সীমান্তে বাংলাদেশিসহ ২ পাচারকারী আটক
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৩
ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের ভারত- বাংলাদেশ সীমান্তে ১ বাংলাদেশিসহ ২ পাচারকারীকে আটক করেছে বিএসএফ।
বৃহস্পতিবার (২৪ আগস্ট ) বিএসএফ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
তথ্যে প্রকাশ, জলপাইগুড়ি সেক্টরের অধীনে বিএসএফের ৬ তম ব্যাটালিয়নের বর্ডার আউট পোস্ট ( বিওপি) ওরানের সীমান্তরক্ষীরা ১জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে।
ধৃত বাংলাদেশি নাগরিকের নাম মহম্মদ জাকিরুল ইসলাম (৪৫) ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টার সময় মহম্মদ জাকিরুল ইসলামকে ২ টি গরুসহ আটক করে বিএসএফ।
গবাদিপশুসহ আটক বাংলাদেশি নাগরিককে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য বিএসএফ মেখলিগঞ্জ থানায় হস্তান্তর করেছে। অপরদিকে, ভারত- বাংলাদেশ সীমান্তে মোতায়েন উত্তরবঙ্গ সীমান্তের রায়গঞ্জ সেক্টরের অধীনে বিএসএফের ১৩৭ তম ব্যাটালিয়নের বিওপি চকগোপালের বর্ডার গার্ডরা বিপুল পরিমাণ নিষিদ্ধ ইনজেকশনসহ ভারতীয় নাগরিক চঞ্চল মোহন্ত (৩৫) কে আটক করেছে।
চঞ্চল মোহন্ত তার স্কুটিতে করে কালিবাড়ি থেকে গাসপুর গ্রামের দিকে ভারত থেকে বাংলাদেশে নিষিদ্ধ ১৬২৫ টি ইনজেকশন গোপনে পাচার করার চেষ্টা করছিলেন। তখন বিএসএফের হাতে সে ধরা পড়ে। ওই ভারতীয় নাগরিককে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য হিলি থানায় হস্তান্তর করেছে বিএসএফ।
আরএক্স/