Logo

সরকারের লোকেরা হাজার-হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে: মির্জা আব্বাস

profile picture
জনবাণী ডেস্ক
২৬ আগস্ট, ২০২৩, ০৩:৫৪
32Shares
সরকারের লোকেরা হাজার-হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে: মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত

তবে একটি বিশেষ দেশ তারা পরিষ্কার বলছে, এখান থেকে শেখ হাসিনার সরকারকে

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশ নিয়ে বহু দেশ মাথা ঘামাচ্ছে। তাদের কার কী স্বার্থ আমি জানি না। তবে একটি বিশেষ দেশ তারা পরিষ্কার বলছে, এখান থেকে শেখ হাসিনার সরকারকে সরানো যাবে না। এ কথাটি উদ্দেশ্যমূলক।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

মির্জা আব্বাস বলেন, এটা আমাদের দেশ, মানুষকে বোঝতে হবে, একটা সরকারকে কেন থাকতে (ক্ষমতায়) হবে। আর যে দেশ এ কথা বলে, তাদের আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, সরকারের সঙ্গে নয়, আওয়ামী লীগের সঙ্গে নয়, বিএনপির সঙ্গে নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করুন। এ দেশের মানুষকে ভালোবাসতে শিখুন। প্রতিবেশী দেশ হিসেবে আমরা বলতে পারি, এই দেশের মানুষের সঙ্গে সম্পর্ক করুন। যদি এই দেশের মানুষ আপনাদের না ভালোবাসে তাহলে কখনও কিছু নিতে পারবেন না।,

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার পদত্যাগ না  করলে দেশের মানুষ বাঁচবে। দেশের স্বাধীনতা থাকবে না।  সরকারের লোকেরা হাজার-হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে। খবরে দেখলাম সব নিয়ম-কানুন ভেঙে জনতা ব্যাংক থেকে ২২ হাজার কোটি টাকা নিয়ে গেছে। যিনি নিয়েছেন তিনিও শিক্ষিত, যিনি দিয়েছেন তিনিও শিক্ষিত। এরা কুশিক্ষায় শিক্ষিত। কুমন্ত্রে লালিত এরা। এদের মধ্যে দেশপ্রেম-ভালোবাসা নেই।

বিএনপির নেতা বলেন, আমরা বহুদিন যাবত মিটিং-মিছিল করে গ্যাস, পানি, বিদ্যুৎ, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর জন্য বলেই আসছি, কিন্তু সরকার শুনে না। এখন একটি ডিমের দাম ১৫ টাকা। কেন? মুরগি কি ডিম পাড়া বন্ধ করে দিয়েছে?  না। তাহলে কেন দাম বৃদ্ধি পেলো। কারণ টাকার মূল্য কমে গেছে, এখন একশত টাকায় ১৪ টাকা কমে গেছে। যারা ব্যাংকে টাকা রেখেছেন দেখবেন সেখানে ১৪ শতাংশ নেই। বিদ্যু মিটার ও কার্ডে কারচুপি করা হচ্ছে। এইভাবে করে দেশের মানুষকে পঙ্গু বানিয়ে ফেলছে।

বিজ্ঞাপন

মির্জা আব্বাস বলেন, তারা ছিল পাকিস্তানি পুলিশ। আজকে আমরা যখন মানুষের উন্নয়ন, ভোটাধিকার, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর কথা বলি, তখন এই দেশের এক শ্রেণির বাহিনী আমাদের পেটান, গুলি করেন। আমরা তো বাংলাদেশের কথা বলছি। আপনারা কি ঔপনিবেশিক, বিদেশি পুলিশ? সুতরাং অনেক দেনা বাড়িয়েছেন, আর বাড়াবেন না। একদিন এই ঋণ পরিশোধ করতে হবে।

বিজ্ঞাপন

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী প্রমুখ।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD