ফকিরকে পান্তা ভাত দিলে খায় না, উল্টো ইংরেজি শোনায় বললেন মতিয়া চৌধুরী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৩


ফকিরকে পান্তা ভাত দিলে খায় না, উল্টো ইংরেজি শোনায় বললেন মতিয়া চৌধুরী
ফাইল ছবি

ফকিরকে পান্তা ভাত দিলে খায় না, উল্টো ইংরেজি শোনায় বলে মন্তব্য করেছেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী


শনিবার (২৬ আগস্ট) সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে 'আগস্ট ট্রাজেডিস: ওল্ড এনিমাস নোভেল ভেইল' শীর্ষক আলোচনা সভায় মতিয়া চৌধুরী একথা বলেন। আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমিটি এ আলোচনা সভার আয়োজন করে।


তিনি বলেন, আপনারা যদি হেলিকপ্টার, ট্রেন কিংবা রাস্তা দিয়ে যান, তাহলে কোনো কুড়ে ঘর দেখতে পাবেন না। লাল-সবুজের ঘর আপনাদের চোখে পড়বে। আজকের বাস্তব সত্য হলো, ঢাকার প্রাণকেন্দ্র তো বটেই ঢাকার বাইরেও ফকিরকে পান্তা ভাত খেতে দিলে তারা খেতে চায় না। বরং উল্টো ইংরেজি শোনায়, 'আমার তো গ্যাস্ট্রিক, আমি পান্তা ভাত খেতে পারি না।' আমি মনে করি, আল্লাহর ইচ্ছা ছাড়া এটা আমরা শুনতে পারতাম না।


আরও পড়ুন: এবার সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস


সংসদ উপনেতা মতিয়া চৌধুরী  আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচারের দায়িত্ব আমাদের সবার ওপরে ছিল, সেই কাজটি তার কন্যা শেখ হাসিনা আমাদের সঙ্গে নিয়ে সম্পাদনের ব্যবস্থা করেছেন। তিনি জীবনের ঝুঁকি পরোয়া না করে বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়েছেন। একইসঙ্গে তিনি বঙ্গবন্ধুর আরাধ্য স্বপ্ন, বাংলার মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করে যাচ্ছেন।


জেবি/এসবি