এশিয়া কাপে পাকিস্তান দলে পরিবর্তন


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০১:২১ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩


এশিয়া কাপে পাকিস্তান দলে পরিবর্তন
পাকিস্তানের ক্রিকেট দল

আর মাত্র দুদিনের অপেক্ষা, এরপরই পর্দা উঠছে আসন্ন এশিয়া কাপের। এর আগে পাকিস্তানের এশিয়া কাপের দলে যোগ হলেন বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান সৌদ শাকিল। তিনি দলে সুযোগ পাওয়ায় বাদ পড়তে হলো তরুণ ব্যাটসম্যান তায়েব তাহিরকে। তবে ১৭ সদস্যের দলে জায়গা হারালেও ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকবেন তাহির।


এশিয়া কাপের জন্য পিসিবির ঘোষিত বাবর আজমের নেতৃত্বাধীন ১৭ সদস্যের দলে একমাত্র নতুন মুখ ছিলেন ইমার্জিং এশিয়া কাপ মাতানো তায়েব তাহির। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথম ঢাক পান তাহির। তবে সেই সিরিজে অভিষেক হয়নি তার।


আরও পড়ুন: চুমু কাণ্ডে নিষিদ্ধ হলেন স্পেনের ফুটবল প্রধান


শাকিলের ওয়ানডে রেকর্ড তেমন ভালো নয়। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলা শাকিল ৫ ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়ে সব মিলিয়ে রান করেছেন ৭৬। সর্বোচ্চ ইনিংস ৫৬ রানের। গতকাল আফগানিস্তানের সিরিজের সর্বশেষ ওয়ানডেতে খেলার সুযোগ পেয়ে ৬ বলে ৯ রান করে রানআউট হয়েছেন শাকিল। আর এতেই শাকিলের নাম লেখা হয়ে যায় পাকিস্তানের এশিয়া কাপের স্কোয়াডে।


আরও পড়ুন: এশিয়া কাপ নিয়ে পরিকল্পনা জানালেন সাকিব


এশিয়া কাপের জন্য পাকিস্তানের পরিবর্তিত স্কোয়াড


আবদুল্লাহ শফিক, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাম উল হক, সৌদ শাকিল, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, রিজওয়ান (উইকেটরক্ষক), এম ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, আগা সালমান, শাহীন আফ্রিদি, শাদাব খান, উসামা মীর।


জেবি/এসবি