আবারও সাত কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত মোড় অবরোধ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৩৩ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩


আবারও সাত কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত মোড় অবরোধ
ছবি: সংগৃহীত

এক দফা দাবিতে আবারও রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। এতে নীলক্ষেত এলাকার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজন।


রবিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জড়ো হয়ে এসে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা।


আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে নোবিপ্রবি শুভসংঘের বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন


শিক্ষার্থীরা জানান, শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবি মেনে না নেওয়ার অভিযোগে এ অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।


আরও পড়ুন: তরুণ কলাম লেখক ফোরামের ঢাকা কলেজ শাখার কমিটি ঘোষণা


যে কোনও ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে নিউমার্কেট ও লালবাগ থানা পুলিশের সদস্যরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন।


জেবি/এসবি