আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা: তাসকিন


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩


আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা: তাসকিন
ছবি: সংগৃহীত

আর মাত্র দুদিনের অপেক্ষা, এরপরই পর্দা উঠছে আসন্ন এশিয়া কাপের। হাইব্রিড মডেলের এই আসরে পাকিস্তান ছাড়াও শ্রীলঙ্কাও আয়োজক হিসেবে রয়েছে। উদ্বোধনের পরদিন শ্রীলঙ্কার পাল্লেকেলেতে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।


সেই ম্যাচের আগে আজ রবিবার (২৭ আগস্ট) শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছেড়েছে টাইগাররা। এদিন দুপুর ১২টা ৫৫ মিনিটের ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছেড়েছেন ক্রিকেটাররা।


আরও পড়ুন: এশিয়া কাপে পাকিস্তান দলে পরিবর্তন


এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে তারকা পেসার তাসকিন আহমেদ বললেন, “আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা। দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। যদি আমরা এশিয়া কাপের ফাইনালে যেতে পারি আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হব। দলগতভাবে যেন ভালো ক্রিকেট খেলতে পারি। সবাই দয়া কইরেন যে ভালো করতে পারি।”


আরও পড়ুন: চুমু কাণ্ডে নিষিদ্ধ হলেন স্পেনের ফুটবল প্রধান


তিনি আরও বলেন, “চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছে তো অবশ্যই আছে। মূল জিনিসটা হলো ভালো ক্রিকেট খেলা। যেহেতু সামনে বিশ্বকাপও আছে। সবাই সবার সেরা ক্রিকেটটা খেলতে পারলে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব। সবাই দোয়া করবেন আমরা যেন সেরা ক্রিকেট খেলতে পারি।”


জেবি/এসবি