এবার সিঙ্গাপুর যাচ্ছেন অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৩
ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। দেশের পাশাপাশি দেশের বাহিরেও রয়েছে তার ভক্ত। সম্প্রতি প্রবাসী বাঙালিদের আনন্দ দিতে যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরেছেন। এবার সিঙ্গাপুর যাচ্ছেন তিনি। আগামী ২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এই অভিনেত্রী। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানান তিনি।
অপু জানান, আগামী ১ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা দিবেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন টিউলিপ ও জয়া এন্টারটেইনমেন্টের কর্নধার আলমগীর আহমেদ।
আরও পড়ুন: আমি শুধু দেখি, দেখতেই থাকি: পরীমনি
তিনি জানান, সিঙ্গপুরে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে কনসার্টের আয়োজন করেছেন তারা। সেখানে পার্ফম করবেন অপু। এতে আরো অংশ নেবেন সংগীতশিল্পী মনির খান, সৈয়দ অমি, আকাশ সেন, চিত্রনায়িকা আঁচল আঁখি, বেলী, রাহি।
আরও পড়ুন: উর্বশীর ১ মিনিটে আয় ১ কোটি ৩২ লাখ
গত ঈদে অপু বিশ্বাস অভিনীত র্বশেষ ‘লাল শাড়ি’ সিনেমাটি মুক্তি পায়। সরকারি অনুদানের সিনেমাটি অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করেন তিনি।
জেবি/এসবি