‘প্রিয়তমা' গান নকল!


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬:৫৪ পিএম, ২৯শে আগস্ট ২০২৩


‘প্রিয়তমা' গান নকল!
ছবি: সংগৃহীত

জননন্দিত কণ্ঠশিল্পী শুভ্র দেব। গত ঈদে মুক্তি প্রাপ্ত ‘প্রিয়তমা’ সিনেমার টাইটেল গান নিয়ে অভিযোগ তুলেছেন তিনি।


শুভ্র দেব ফেসবুকে একটি ভিডিও বার্তায় বলেন, “প্রিয়তমা’র গান নিয়ে অনেক ভক্ত আমাকে কিছু বলার জন্য বলেছিলেন। আসলে ‘মন আমার পাথর তো নয়’ এই গানের অন্তরার সাথে ওই গানটির অন্তরা মিলে যায়। ”


তিনি আরও বলেন, “তবে এটি নিয়ে আমি এখনই সব বলব না। কয়েকদিনের মধ্যে একটি ভিডিও প্রকাশ করব।”


আরও পড়ুন: এবার সিঙ্গাপুর যাচ্ছেন অপু বিশ্বাস


উল্লেখ্য, গীতিকবি আসিফ ইকবালের লেখায় ‘প্রিয়তমা’র সংগীতায়োজন করেছেন কলকাতার আকাশ সেন। আর এতে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল।


আরও পড়ুন: আমি শুধু দেখি, দেখতেই থাকি: পরীমনি


অপর একটি পোস্টে শুভ্র দেব জানান, আসিফ, বালাম ও কোনাল খুবই ভালো করেছেন। তবে সুর নিয়ে এখনই বিস্তারিত বলেননি এই কণ্ঠশিল্পী।


জেবি/এসবি