এশিয়া কাপের জন্য নেপালের বিপক্ষে পাকিস্তানের শক্তিশালী একাদশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২:৩৯ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

আজ এশিয়া কাপের পর্দা উঠছে। পাকিস্তানের মুলতানে উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নেপাল। বুধবার (৩০ আগস্ট) বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। তবে নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশ আগেভাগেই ঘোষণা করেছে পাকিস্তান।
প্রথম ম্যাচে পাকিস্তান দ্বিতীয় স্পিনার হিসেবে মোহাম্মদ নওয়াজ ও উসামা মিরের মধ্যে কাকে বেছে নেবে, অনেকেরই সেদিকে চোখ ছিল। তবে উসামাকে টপকে প্রথম ম্যাচের জন্য সুযোগ পেয়েছেন নওয়াজই। ফাস্ট বোলারদের মধ্যে বিবেচনায় চিলেন ফাহিম আশরাফও। তবে প্রথম ম্যাচে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফের ওপরই ভরসা রাখছে পাকিস্তান দল।
আরও পড়ুন: এশিয়া কাপ শেষ লিটনের, দলে ফিরলেন বিজয়
পাকিস্তানের একাদশ
ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।
জেবি/এসবি